ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মানিলন্ডারিং-সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা
প্রকাশিত : ১৯:৪০, ১৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১৯:৪১, ১৬ অক্টোবর ২০২২
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধসহ সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান জনাব কাজী মোতাহের হোসেন, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এস. এম. আজহারুল ইসলাম, এএমএল এন্ড সিএফটি ডিভিশনের প্রধান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লার আঞ্চলিক প্রধান জনাব শামছুল করিম মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//
আরও পড়ুন